সাকিব আল হাসান আইপিএলে খেলতে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন

আইপিএলে খেলতে সংযুক্ত আরব আমিরা্ত যাচ্ছে আমাদের সাকিব আল হাসান। শনিবার রাতে ঢাকায় একটি টাইলস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার সময়। জানালেন বাংলাদেশকে নিয়ে নিজের বিশ্বকাপ ভাবনা-

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা

ভালো সুযোগ আছে। আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। গত তিনটি সিরিজ আমরা জিতেছি। উইকেট নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু জয়ের কোনো বিকল্প নেই। একটা দল যখন, জয়ের মানসিকতা থাকে, তা অন্য পর্যায়ের আত্মবিশ্বাস জোগায়। অনেক ভালো খেলেও ম্যাচ হারলে আত্মবিশ্বাস থাকে না। এই আত্মবিশ্বাস নিয়ে আমরা বিশ্বকাপে যেতে চাই। এখানকার উইকেট-কন্ডিশন ওখানে খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। আমাদের জয়ের মানসিকতা তৈরি হয়েছে। আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাব আমরা ?
আইপিএলে খেলা সাহায্য করবে কি?

আশা করি, আমরা সেই অভিজ্ঞতা আমাদের দলের সবার সাথে ভাগাভাগি করতে পারব, আমি পারব, মোস্তাফিজ পারবে। আটটি আইপিএল দলের আমরা দুজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি, খেলোয়াড়দের ভাবনা কেমন, বিশ্বকাপ নিয়ে কীভাবে খেলোয়াড়রা-ভাবছে ।

ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে

আইপিএল শেষ করে ২০১৯ বিশ্বকাপ খেলতে গিয়েছিল। এবারও সেই সুযোগ আছে। চেষ্টা করব নিজেকে সর্বোত্তম পন্থায় প্রস্তুত করার, যেন দেশের হয়ে আমাদের পক্ষে যতটুকু পারফর্ম করা সম্ভব তা আমরা করব। একই রকম পারফর্ম থাকতে হবে। চেষ্টা থাকবে আমাদের শতভাগ।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা

চেষ্টা থাকবে আমাদের সর্বোচ্চ অবস্থানে যাওয়ার। আমাদের কে ধাপে ধাপে এগোতে হবে। আমরা যদি প্রথমে ভালো করতে পারি, পরের ম্যাচগুলোতে আমাদের ভালো করার জন্য আত্মবিশ্বাস রাখতে হবে। প্রথম রাউন্ড ভালোভাবে শেষ করতে পারলে মূলপর্বে ভালো খেলার চেষ্টা করব। টি ২০ ক্রিকেটে সবা্র সুযোগ থাকবে। একবার মোমেন্টাম নিতে পারলে ভালো সুযোগ পাওয়া জাবে ?

সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া…

আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের জন্য কতটা অবদান রাখতে পারি, দলের জয়ের পেছনে কতটা ভূমিকা রাখতে পারছি, এগুলো। আমার ভাবনা সবসময় এরকমই ছিল, আছে, থাকবে। এটার কোনো পরিবর্তন হবে না। সেটা উইকেট না পেয়ে আর না হই রান কম দিয়ে , আমরা তবুও খুশি থাকব। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে দলগত পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ হবে।
ওপেনারদের ফর্ম

৯-১০টা ম্যাচ যারা খেলেছে সবাই অফ-ফর্মে আছে। উইকেটটাই এমন। এখানে কেউ খুব একটা ভালো পারেনি যে বলতে পারবে ও ভালো করেনি। ব্যাটসম্যানদের ক্ষেত্রে এই পারফরম্যান্স গণ্য না করাই ভালো

আরও জানুন এ বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *