চাকরির খবর আজকের। চাকরির সাক্ষাৎকারের সময় যে পাঁচটি কমন প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করা হয়।

চাকরির খবর আজকের।
চাকরির জন্য সাক্ষাৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে এসে নির্ধারিত হয় চাকরিটি আপনি পাবেন কিনা।
সেজন্য সাক্ষাৎকারে করা প্রশ্নগুলোর যথাযথ ও সঠিক উত্তর দেওয়া খুব জরুরী।


কিছু কমন প্রশ্ন আছে যেগুলো প্রায় সাক্ষাতকারে করা হয়। সেসব প্রশ্নের ভালো উত্তর চাকরি দাতা কে তার কাছে
আপনাকে কিছুটা হলেও এগিয়ে নিবে। আসুন জেনে নেই তেমনই পাঁচটি প্রশ্ন সম্পর্কে।

নাম্বার (এক) আপনার সম্পর্কে বলুন।

এর উত্তরে নিজের পরিচয়, পড়াশুনা, চাকরীর আভিজ্ঞতা সম্পর্কে উত্তর দিন।

নাম্বার (টু) চাকরির ক্ষেত্রে নিজে কে কেন যোগ্য মনে করছেন?

এ প্রশ্নের আনসারে আপনার শিক্ষাগত যোগ্যতা ও ভালো রেজাল্টের কথা না বলে সংশ্লিষ্ট চাকরির সাথে চলে এমন আপনার দক্ষতা ও অভিজ্ঞতার কথা তুলে ধরুন ।

নাম্বার তিন, নিজেকে কিভাবে বর্ণনা করবেন?

নিজের সম্পর্কে বলেন কিছু ? এই প্রশ্নের উত্তর দেয়া যদি কঠিন মনে করেন তাহলে চুপ থেকে হালকা একটু সময় নিন।
তাহলে হয়তো বা এর উত্তর আপনি পেতে পারেন। প্রশ্নটি নিজেকে মার্কেটিং এর একটি ভাল সুযোগ বটে। আপনি আপনার ভালো গুণগুলো দুই একটি উল্লেখ করুন।

এর স্বপক্ষে সংক্ষেপে কোন ঘটনার কথা বলুন। ব্যক্তিত্ত্ব সম্পর্কিত এ প্রশ্নের মাধ্যমে আপনার মৌলিকগুণ ও দক্ষতার কথা জানতে চান প্রশ্নকর্তা। চাকরির খবর আজকের।

নাম্বার চার, আপনার সবচেয়ে বড় দুর্বলতা কোনটি।

এ প্রশ্নের ক্ষেত্রে আমার কোনো দুর্বলতা নেই এমন উত্তর কখনো দিবেন না। মানুষ হিসেবে
কোনো না কোনো দুর্বলতা সবার আছে। সুতরাং এ প্রশ্নে খারাপ লাগার কিছুই নেই আপনি সততার সাথে উত্তর দিন। এমন দুর্বলতার কথা বলুন
যা সংশ্লিষ্ট চাকরির সাথে কোনভাবে সম্পর্কযুক্ত নয়। আপনি অবশ্য কৌশলী হয়ে প্রশ্নটিকে ইতিবাচক বানিয়ে ফেলতে পারেন। বলতে পারেন
আপনি অতিমাত্রায় বাস্তববাদী। এখানে দু একটি উদাহরণ দিতে পারেন অতিবাস্তব বাদিতা আপনাকে কিভাবে সমস্যার মুখোমুখি করেছিল
তা উল্লেখ করুন। একই সাথে সে সমস্যা থেকে কি ভাবে নিষ্কৃতি পেয়েছিলেন সেটাও বলুন।

নাম্বার ফাইভ। আমাদের ব্যাপারে কিছু জানার আছে।

প্রায় সব চাকরিদাতা ইন্টারভিউ এর শেষের দিকে এ প্রশ্ন করেন। এর উত্তরে এমন
প্রশ্ন করুন যাতে মনে হয় প্রতিষ্ঠা্ন ব্যাপারে আপনার বেশ আগ্রহ আছে। শুধু তাই নয় বরং তাদের সাথে কাজ করতে আপনার ব্যাকুলতা আছে।
এক্ষেত্রে আপনি বুদ্ধিমত্তার সাথে তিন থেকে পাঁচটি প্রশ্ন করতে পারেন।

যেমন প্রতিষ্ঠান এর আগামী পাঁচ বছরে তার টার্গেট বা পরিকল্পনা কি। দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্রথম মাসে কাজের
ক্ষেত্রে আমার কাছে কি প্রত্যাশা করেন। কিংবা আপনি বলতে পারেন আমাদের টিমটি কয়জনের হবে অথবা আমাকে কয়জনের সাথে কাজ
করতে হবে। আপনি আরও বলতে পারেন এ প্রতিষ্ঠান কাছে সফলতা সংজ্ঞা কি।

চাকরির ইন্টারভিউ এর সব প্রশ্নের প্রস্তুতি হয়তো আগে থেকেই নেয়া সম্ভব হবে না। তবে পরবর্তী ইন্টারভিউয়ের আগে অন্তত সাধারণ পাঁচটি প্রশ্নের প্রস্তুতি নিয়ে থাকুন।

আমাদের প্রতিটি পোস্ট যদি আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে তৈরি করা হয় আমাদের পোস্ট গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

One thought on “চাকরির খবর আজকের। চাকরির সাক্ষাৎকারের সময় যে পাঁচটি কমন প্রশ্ন সবাইকে জিজ্ঞাসা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *